স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে সৌদি আরব প্রবাসীর বাড়িতে ফাঁকা গুলি ছুড়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার রাতে উপজেলার রাতগাঁও গ্রামে প্রবাসী ফুল মিয়ার বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ফুল মিয়া, আসাদ মিয়া ও শিমু মিয়া গুরুত্বর আহত হয়েছেন। আহতের স্থানীয়রা মৌলভীবাজার ২৫০ শষ্যা হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টার দিকে এক দল ডাকাত ফুল মিয়ার বাড়ির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে। এক পর্যায়ে আসাদ মিয়া, ফুল মিয়া ও তারা ছেলে শিমু মিয়াকে গুরুত্বর জখম করে। আশপাশের লোকজন অবগত হলে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়া যায়।
স্থানীয় কলেজ শিক্ষার্থী বশির জানান, “ডাকাতির খবর শুনে গ্রামের লোক ছুটে আসার আগে ডাকাতরা পালিয়ে যায় এবং আতংক সৃষ্টি করতে উপরের দিকে ফাঁকা ২টা গুলি করে। ডাকাতির ঘটনার ৭/৮ দিন আগে ফুল মিয়া সৌদি থেকে দেশে ফিরেছেন।”
মৌলভীবাজার মডেল থানা অফিসার্স ইনচার্জ মো: সোহেল আহাম্মদ বলেন, “এখনও ঘটনাটি জানতে পারি নি। খোঁজ নিচ্ছি। এই ধরণের ঘটনা ঘটলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”