স্টাফ রিপোর্টার:
শেখ বোরহান উদ্দিন (র:) ইসলামি সোসাইটি (বিআইএস) এর জেলাব্যাপী মেধা যাচাই পরিক্ষা আগামী ২০ ডিসেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
মেধা যাচাই পরীক্ষায় ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ঘটিকা থেকে ১ঘটিকা পর্যন্ত টানা ৩ ঘন্টা চলবে পরীক্ষা। পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুলের ২হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।
উল্লেখ্য, জেলাব্যাপী মেধা যাচাই পরিক্ষা আগামী ৩১ ডিসেম্বর এর পরিবর্তে ২০ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে নির্ধারণ করা হয়েছে। প্রতি বছর শেখ বোরহান উদ্দিন (র:) ইসলামি সোসাইটি মৌলভীবাজার জেলায় মেধা যাচাই পরিক্ষার মাধ্যমে মেধার বিকাশ ও সৃজশীলতা সৃষ্টির লক্ষে কাজ করে আসছে।
শেখ বোরহান উদ্দিন (র:) ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে জেলা ব্যাপী শিক্ষার উন্নয়নে কাজ করে আসছে এই সংগঠনটি। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। যাতে শিক্ষার্থীদের কোন কষ্ট না হয়। এজন্য আমি জেলার সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগীতা কামনা করছি।