জুড়ী প্রতিনিধি:
বড়লেখা উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সহ কয়েকশ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
রবিবার (১৬ডিসেম্বর) বিকালে মৌলভীবাজার -১ (জুড়ী -বড়লেখা) আসনের ২৩ দলীয় ঐক্যজোট ও ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রর্থী মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ নাসির উদ্দিন আহমদ মিঠুর হাতে জাতীয়পার্টির বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সহ কয়েকশ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। যোগদান করে নেতা কর্মীরা বলেন, বাংলাদেশের যেকোনো নাগরিক বর্তমান সরকারের অনাস্থা জানিয়ে ডঃ কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টে যোগ দিতে পারে। আমরা বিএনপি পরিবারকে স্বাগত জানাই এবং আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের নেত্রীর মুক্তির পথ সুগম করার আহ্বান জানাচ্ছি।
বড়লেখায় জাতীয়পার্টি থেকে বিএনপিতে যোগদান
