জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর ভোরে জুড়ী উপজেলা প্রশাসান, উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জুড়ী শিশু পার্ক শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তপক অর্পন করা হয়। জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বণিকের নেতৃত্বে উপজেলা প্রশাসন, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে পুলিশের কর্মকর্তা বৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। জুড়ী উপজেলা আওয়ামীলীগ আহবায়ক বদরুল হোসেনের নেতৃত্বে অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি সভাপতি দেওয়ান আইনুল হক মিনু ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকরের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্বে দেন বড়লেখা-জুড়ী আসনের আওয়ামীলীগ মনোনিত (নৌকা মার্কা) প্রার্থী হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেউপজেলা জনমিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নিবার্হী অফিসার অসিম চন্দ্র বণিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক বদরুল হোসেন, যুগ্ম আহবায়ক হাজী শফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যার সালেহ উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সাবেক সাধারণ সাম্পাদক রিংকু রঞ্জন দাস প্রমূখ।
অপরদিকে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা বিএনপি সভাপতি দেওয়ান আইনুল হক মিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধার অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপি সহ-সভাপতি, মৌলভীবাজর-১ (বড়লেখা-জুড়ী) আসনের ঐক্যজোট ও ঐক্যফ্রন্টের মনোনিত (ধানের শীষ )প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি লিয়াকত আলী, হাজী আব্দুল কাইয়ুম, জেলা যুবদল যুগ্ম আহবায়ক নিপার রেজা, জুড়ী উপজেলা ছাত্রদল সভাপতি শামীম আহমদ প্রমূখ।
এছাড়া জুড়ী উপজেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়ন (বাস-লাইটেস) সহ-সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ, সদস্য দুদুল মিয়া, মফিজ মিয়া, তাজুল ইসলাম প্রমূখ।
জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
