স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ নৌকার সমর্থনে গণসংযোগ করেন।
রবিবার (১৬ ডিসেম্বর) দুপুরে মহাজোট প্রার্থী নেছার আহমদের গণসংযোগে এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, আওয়ামীলীগ নেতা আলী হায়দার, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী, স্থানীয় মুরব্বি ও তরুণেরা উপস্থিত ছিলেন। পরে তিনি রাজনগরে উপজেলা যুবলীগের আয়োজনে বর্ধিত কর্মীসভায় যোগ দেন। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর করিম সুমন, মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কাদির ফৌজি।
এদিকে শনিবার রাতে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের মাসকান্দি, দীঘিরপারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও এলাকাবাসির আয়োজনে নির্বাচনী জনসভায় যোগ দেন। এছাড়াও তিনি কনকপুর, বুদ্ধিমন্তপুর, ভাদগাঁওসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার ও শনিবার গণসংযোগ ও এলাকাবাসির আয়োজনে নির্বাচনী জনসভায় যোগ দেন।
মৌলভীবাজার শহরের ফরেস্ট অফিস রোডে নেছার আহমদের গণসংযোগ
