কুলাউড়া প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মহাজোটের প্রার্থী সাবেক এমপি এমএম শাহীনের নৌকা প্রতীকে ভোট চাইছেন তাঁর স্ত্রী নাজনিন শাহীন ও একমাত্র ছেলে রাফিদ শাহীন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে মহিলাদের নিয়ে উঠান বৈঠক করছেন নাজনিন শাহীন। এদিকে ছেলে রাফিদ শাহীন বিভিন্ন এলাকার তুরুণদের একতাবদ্ধ করে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। মা-ছেলে দু’জনেই পৃথক পৃথক এলাকায় গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো মানুষের মাঝে তুলে ধরছেন। পাশাপাশি এসব উন্নয়নকে অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করছেন তারা। মা-ছেলের এমন ব্যতিক্রমী প্রচারনা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমএম শাহীনের নৌকা প্রতিকে প্রচারনা চালাতে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ছুটে আসেন স্ত্রী নাজনিন শাহীন ও ছেলে রাফিদ শাহীন। গতকাল উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের একটি বাড়ির উঠান বৈঠক করেন নাজনিন শাহীন। বৈঠকে বিভিন্ন বয়সের শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। প্রথমেই নাজনিন নিজেকে এমএম শাহীনের স্ত্রী পরিচয় দিয়ে কুশলাদি বিনিময় করে স্বামীর জন্য ভোট চান। এ সময় তিনি ভোটারদের হাতে নির্বাচনের প্রচারপত্রও বিলি করেন। অপরদিকে রাফিদ শাহীন তরুণ কয়েকজন ছেলেদের নিয়ে বিভিন্ন এলাকার গ্রামীন হাঁট-বাজারে গিয়ে এমএম শাহীনের ছেলে পরিচয় দিয়ে ভোটারের কাছে ভোট প্রার্থনা করছেন। রাফিদকে পেয়ে বিভিন্ন বয়সের লোকজন তাকে জড়িয়ে ধরে আদরও করছেন এবং তার পিতা এমএম শাহীনের নৌকা প্রতিকে ভোট দেয়ারও প্রতিশ্রুতি করছেন। মা-ছেলের এমন প্রচারানা জনমানুষের ব্যাপক সাড়া পড়েছে।
এক প্রতিক্রিয়ায় নাজনিন শাহীন বলেন, এমএম শাহীন নির্বাচনে অংশ নেওয়ায় গত ১ ডিসেম্বর একমাত্র ছেলে রাফিদ শাহীনকে নিয়ে দেশে এসেছি। এলাকার অনেকের সঙ্গে আগে পরিচিত হওয়ার সুযোগ হয়নি। সবার সঙ্গে পরিচিত হচ্ছি। বিশেষ করে কাদিপুর এলাকার পুত্রবধূ হিসেবে স্বামীর জন্য ভোট চাইতে প্রথমেই এই এলাকায় এসেছি। এখানকার লোকজন বেশ সাড়া দিচ্ছেন। আজ আরও দুটি গ্রামে উঠান বৈঠক করব। এক এক করে উপজেলার ১৩টি ইউনিয়নে যাব।
মৌলভীবাজার-২ কুলাউড়ায় শাহীনের নৌকার প্রচারে স্ত্রী-সন্তান
