ষ্টাফ রিপোর্টারঃ
প্রতীক পেয়েই ভোটের মাঠে নেমেছেন মৌলভীবাজার-৩ আসনের প্রার্থীরা। সোমবার রাত থেকেই সমর্থকদের সাথে নিয়ে তারা প্রচারনা শুরু করেছেন। প্রচারনার প্রথম দিন রাতেই শহরের বিভিন্ন পয়েন্টে নৌকা, ধানের শীষ ও মই কার্মার পোষ্টার লাগাতে দেখা যায়।
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী সাবেক এমপি এম নাসের রহমান (ধানের শীষ), জেলা আওয়ামীলীগের আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ (নৌকা), বাংলাদেশ খেলাফত মজলিসের লুৎফুর রহমান কামালী (রিক্সা), বাম গণতান্ত্রীক জোটের মঈনুর রহমান মগনু (মই) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আসলম (হাত পাখা) প্রতীক পেয়েছেন।
নৌকার কান্ডারি নেছার আহমদ নৌকা প্রতীক পেয়েই শহরে বিভিন্ন এলাকায় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারনা শুরু করেন। এময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আ’লীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক পৌর মেয়র ফজলুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, সাধারন সম্পাদক রেজাউল রহমান সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
এদিকে বিএনপি’র মনোনীত প্রার্থী এম নাসের রহমান ধানের শীষের প্রচারণা মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে শহরের বড়হাট এলাকা থেকে শুরু করেন। প্রচারণা কুসুমবাগ পয়েন্ট হয়ে চৌমুহনী, টিসি মার্কেট, চাঁদনীঘাট ব্রীজের দক্ষিণপাড়, শমসেরনগর রোড, কোর্ট রোড, সরকারি স্কুল পয়েন্ট, এম সাইফুর রহমান রোডসহ বিভিন্ন মার্কেট ও শপিংমহলে লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি বেগম খালেদা রব্বানী, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, জেলা সহ-সভাপতি এম এ মুকিত, সহ-সভাপতি আশিক মোশারফ, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ হেলু মিয়া ও পৌর বিএনপির সম্পাদক মনোয়ার আহমদ রহমান প্রমুখ।
গণসংযোগে নাসের রহমান তার পিতা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চান।
অন্যান্য দলের প্রার্থীরাও নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা শুরু করার খবর পাওয়া গেছে।
প্রতীক পেয়ে ভোটের মাঠে মৌলভীবাজারের নৌকা ও ধানের শীষের প্রার্থী
