কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্ণীতি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা, মানববন্ধন কর্মসূচী পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।“টেকসই উন্নয়ন, শান্তি ও সুশাসন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দূর্ণূীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভায় মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তার। সভায় বক্তব্য রাখেন শামছুন নাহার পারভীন, মঞ্জুশ্রী রায়, মুন্না রায়, বিলকিছ বেগম ও মুজিবুর রহমান। শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, নারী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষকসহ নানা পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্ণীতি প্রতিরোধ দিবস পালন
