শেরপুর প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী নেছার আহমদের সমর্থনে খলিলপুর ইউনিয়নে ইলাছুর রহমানের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে খলিলপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইলাছুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আরমান হোসেনের পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মুজ্জামিল হক রাব্বী, খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের অংগসংগঠনের নেতৃবৃন্দ।
খলিলপুর ইউনিয়নে নেছার আহমদের সমর্থনে উঠান বৈঠক
