কুলাউড়া প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মহিবুল কাদির চৌধুরী পিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার ০২ ডিসেম্বর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এই আসনে ৭ জনের মনোনয়নপত্র চুড়ান্ত (বৈধ) করেছেন রিটার্নিং কর্মকর্তা।
এই আসনে যাদের মনোনয়নপত্র চুড়ান্ত করা হয়েছে তারা হলেন- মহাজোট প্রার্থী (বিকল্পধারা) এম এম শাহীন, ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মো. মনসুর আহমেদ, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন এমপি, জাতীয় পার্টির অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মতিউর রহমান, ইসলামী ঐক্যজোটের মাওলানা আছলাম হোছাইন রহমানী, বিপ্লবি ওয়ার্কার্স পার্টির প্রশান্ত দেব ছানা।
মৌলভীবাজার-২ মহিবুল কাদির চৌধুরীর মনোনয়নপত্র বাতিল, ৭জনের মনোনয়ন বৈধ
