স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধূরী ও জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলামের মনোনয়ন পত্র বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা।
জানা যায়, আয়করের কাগজপত্রে সমস্যা থাকার কারণে এবাদুর রহমান চৌধূরী ও সমর্থক তালিকা ঠিক না থাকায় মাওলানা আমিনুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন যাচাই বাছাই শুরু হয় রবিবার সকাল থেকে। মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে জানায়নি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্ধীতার জন্য ৬জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তার মধ্যে দু’জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাকী চারজন প্রার্থী হলেন আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন, বিএনপি’র অপর প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু, ইসলামী আন্দোলনের গিয়াস উদ্দিন ও সম্মিলিত জোটের আহমেদ রিয়াজ।
Post Views:
0