কমলগঞ্জ প্রতিনিধি:
কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বৈদ্ধনাথপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই যুবককে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত এক জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দেওছড়া চা বাগানের মন্দির এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গত ২৫ অক্টোবর রাতে বৈদ্ধনাথপুর গ্রামে দুর্বৃত্তরা এনামুল হক শামীমের সমন্বিত লেবু ও আনারাস বাগানের কিছু লেবু গাছ কেটে ফেলে। এ ঘটনায় বাগান মালিক এনামুল হক শামীম বাদী হয়ে এ গ্রামের তাহির মিয়া (৫৫), তার ছেলে লোকমান মিয়া (২৮)সহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় বৈদ্ধনাথপুর গ্রামের বাতির মিয়ার ছেলে শাহীন মিয়া (৩৫) ও মিছির মিয়ার ছেলে জাহাঙ্গীল আলম (৩৪) স্বাক্ষী ছিলেন। এ মামলার পর থেকে উভয় পক্ষের মাঝে বিরোধ তীব্র আকার ধারণ করে। লেবু ও আনারস বাগান মালিক এনামুল হক শামীম অভিযোগ করে বলেন, শনিবার সকাল সাড়ে ৯টায় তার মামলার ২ স্বাক্ষী শাহীন ও জাহাঙ্গীর শমশেরনগর আসার পথে দেওছড়া চা বাগানের মন্দির এলাকায় তাহির মিয়া (৫৫), তার ছেলে লোকমান মিয়া (২৮), আক্তার আলী (৩৪) ও রফিক আলী (২৮)-ও নেতৃত্বে সংঘবদ্ধরা সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা চাকু দিয়ে বুকে কুপিয়ে গুরুতরভাবে আহত করে। একই সাথে জাহাঙ্গীর আলমকে মাথায় ও হাতে কুপিয়ে আহত করে। শাহীন মিয়ার দুই হাত ও দুই পায়ের একাধিক স্থান ভেঙ্গে দেয়া হয়। পরে আহত শাহীন ও জাহাঙ্গীরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক থাকায় ২ জনকেই সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিযুক্ত তাহির মিয়া বলেন, শামীমের সাথে তার বিরোধ চলছে। এটি নিষ্পত্তির চেষ্টা করছেন। শনিবার শাহীন ও জাহাঙ্গীর তার ছেলে লোকমানকে ধান খেতে মারধর করে। ছেলের আত্ম চিৎকার শুনে গ্রামের কিছু লোক এগিয়ে এসে তাদের মারধর করেছেন। ঘটনার পর থেকে তার ছেলে লোকমান বাড়িতে আর ফিরেনি। কুপানোর মত ঘটনা তিনি জানেন না ও তিনি এ ঘটনার সাথে জড়িত নন বলে দাবি করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয়পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শনিবারের রক্তাক্ত এই ঘটনায় নতুন করে মামলা হবে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, এখানে মারামারির ঘটনা জানা গেছে। তবে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Views:
0