কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে যুক্তফ্রন্ট (বিকল্পধারা) এর প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে নির্বাচন করতে প্রার্থী হয়েছেন সাবেক এমপি এমএম শাহীন। গত ২৮ নভেম্বর বুধবার মনোনয়ন জমা দেয়ার পর থেকে তাঁর নিজ বাসায় সাধারণ মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। গ্রুপে গ্রুপে এসে লোকজন শাহীনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। কেউবা এসে জড়িয়ে ধরে আনন্দে কান্না করছেন।
জানা যায়, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি সুলতান মো. মনসুরকে ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত করে সারাদেশে চমক সৃষ্টি করেন এম এম শাহীন। এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতিকে একদলীয় নির্বাচনে ৩মাসের জন্য এমপি নির্বাচিত হন শাহীন। যদিও স্বাধীনতার পর থেকে অদ্যাবধি মৌলভীবাজার-২ আসনে ধানের শীষের কোন এমপি নির্বাচিত হতে পারেননি। এম এম শাহীন মনে প্রাণে বিএনপির রাজনীতি করতেন। সর্বশেষ ২০১৫ সালের ০৫ জানুয়ারি বিএনপির কালোপতাকা মিছিল কর্মসুচিতে অংশ নিয়ে পুলিশ অ্যাসল্ট মামলায় এক মাস কারাবরণ করেন। জেল থেকে বেরিয়ে চলে যান আমেরিকায়। সেখান থেকে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশে ফিরে পুনরায় দলের হাল ধরেন। কিন্তু আওয়ামী লীগের সাবেক এমপি সুলতান মো. মনসুর ঐক্যফ্রন্টে যোগদান করায় দলে উপেক্ষিত হন শাহীন। বার বার দল থেকে উপেক্ষিত হয়ে মান-অভিমানে বিকল্প ধারার মাধ্যমে যোগ দেন আওয়ামীলীগের মহাজোটে। তাৎক্ষনিক বিকল্প ধারার চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী এমএম শাহীনকে দলের প্রেসিডিয়াম সদস্য মনোনিত করেন।
এদিকে কেন্দ্রিয় আওয়ামী লীগও মৌলভীবাজার-২ আসনটি ছাড় দেয় যুক্তফ্রন্ট তথা বিকল্পধারাকে। বিকল্পধারা হলেও এমএম শাহীন নির্বাচন করবেন দলীয় প্রতিকের পরিবর্তে নৌকা নিয়ে। ২০০১ ও ২০০৮ সালে এই আসনে নৌকা প্রতিক দিলেও কোন সফলতা আসেনি।