ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ ৪২ পিছ ইয়াবা সহ মোঃ দেলোয়ার আলী (৩৮) নামের এক যুবককে আটক করেছে। আটকৃত দেলোয়ার পৌর শহরের দক্ষিণ কাজির গাঁও গ্রামের মৃত আছদ্দর আলী’র ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দক্ষিণ কাজির গাঁও রফিক মিয়ার বসত বাড়ীর সামন থেকে গোয়েন্দা পুলিশের এসআই মুমিন উল্ল্যাহ ও এএসআই মোজাম্মেল এর নেতৃত্বে ৪২ পিছ ইয়াবা সহ দেলোয়ারকে গ্রেফতার করা হয়।
এসআই মুমিন উল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সহ হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মৌলভীবাজারে ৪২ পিছ ইয়াবাসহ যুবক আটক
