রাজনগর প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে রাজনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিকি অনশন কর্মসূচি পালন করা হয়।
প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেলের পরিচালনায় প্রতিকি অনশন কর্মসূচিতে অংশ নেন, প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক বখত, সহ-সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সদস্য শংঙ্কর দুলাল দেব, আজিজুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, সৈয়দ ফুয়াদ হোসেন, ইমরান আহমদ, কামরুল আহমদ, মুবিন খান ও সাইদুল ইসলাম প্রমুখ।
প্রতিকি অনশনে সাংবাদিকরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যতায় কঠোর আন্দোলরে হুমকি দেন সাংবাদিক নেতারা।
প্রেসক্লাবের ৩দিনের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দ্বিতয় দিন এই প্রতিকি অনশন কর্মসূচি পালন করা হয়।
রাজনগরে সাংবাদিকদের প্রতিকি অনশন
