রাজনগর প্রতিনিধি:
রাজনগর থানা পুলিশ ২৪শে নভেম্বর শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে একটি পাইপগান ও কার্তুজ এবং দাহসহ দুই ডাকাতকে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে আটক ডাকাতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে যানা যায়, রাজনগর থানা অফিসার ইনচার্জ শ্যামল বনিকের নেতৃত্বে থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিশেষ অভিযান পরিচালনা করতে গিয়ে দিবাগত রাত আড়াইটার সময় ২৪শে নভেম্বর মৌলবীবাজার টু সিলেট গামী এশিয়া সড়কের উত্তরভাগ ইউনিয়নের চেলারচক নামক স্থান থেকে ডাকাত সাচ্চু মিয়া সাচন (২৯) ও অচির আহমদ (৪২) আটক করেছে এ সময় তাাদের কাছ থেকে একটি ওয়ান সুটার এলজি দুইটি কার্তুজ ও একটি কাঠের বাট যুক্ত ৩৫ইঞ্চি লম্বা রামদা উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে মামলা নং ২০,তারিখ ২৪/১১/২০১৮ইং। রাজনগর থানা অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন আটককৃত ডাকাত সাচ্চুর নামে থানায় একাদিক মামলা রয়েছে ৫দিনের রিমান্ড আবেদনসহ তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন গত বছর সোনাটিকি গ্রামে ডাকাতি ঘটনায় তারাই গুলি করেছিল সাচ্চু ডাকাত নিজেই স্বীকারোক্তি দিয়েছে।
রাজনগরে অস্ত্রসহ দুই ডাকাত আটক
