স্টাফ রিপোর্টার:
একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহবানে মৌলভীবাজার-৩ আসনের নির্বাচনী এলাকা নিয়ে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার জেলা শাখা।
শনিবার (২৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জহর লাল দত্ত। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি এডভোকেট আব্দুল মতিন চৌধূরী, রুয়েল আহমদ চৌধূরী, হবিগঞ্জ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী নজমুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উৎসবমূখর পরিবেশে দলীয় নির্বাচন মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান সম্পন্ন হয়েছে। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকালে এক দল অপর দলের বিরোদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগ করছে।
সুজন নেতৃবৃন্দ নির্বাচন সুষ্ঠ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল, মন্ত্রী, সংসদ সদস্য, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি -বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃংখলা বাহিনী, গণমাধ্যম, প্রার্থী ও সমর্থক, সচেতন নাগরিক ও ভোটারদের প্রতি আহবান জানান।
সুজন নেতৃবৃন্দ আরোও বলেন, নির্বাচন সামনে রেখে সুজন সুষ্ঠ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহবানে বিভিন্ন নির্বাচনী এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করবে। এছাড়াও জনগণের মুখোমুখি অনুষ্ঠান, ভোটারদের মধ্যে তথ্যচিত্র বিতরণ, সাংস্কৃতিক কর্মকা-ের মধ্য দিয়ে প্রচারণা, মানববন্ধন, পদযাত্রা ও সোশাল মিডিয়ায় প্রচারণা চালানো হবে।