খালেদ মাসুদ:
হেমন্ত এসেছে
সঙ্গে কুয়াশা।
শিশিরের মাঝে
খুঁজি ভালোবাসা।
আকাশের বুকে,
সাদা সাদা মেঘ।
বুকভরা শ্বাস নাও,
বাতাসের কম বেগ।
শিউলি ফুলের
মোহনীয় সুবাস।
ভোরের সূর্য
শিশির ভেজা ঘাস।
শিশিরস্নাত সকাল,
রোদমাখা স্নিগ্ধসোম্য দুপুর।
দিলের ভেতর প্রভুর প্রশংসার,
বাজিয়ে দেয় নুপুর।
চারিদিকে পাকা,
ধানের গন্ধ।
মায়াহীন হৃদয়ে,
জেগে ছন্দ।
কৃষকের মুখে,
তৃপ্তির হাসি।
পিঠাপুলির সুগন্ধে,
কষ্ট দেয় ফাঁসি।
গোধূলি লগ্নে,
সূর্যের মায়া।
হেমন্তের অনুভবে,
দিলে লাগে ছায়া।
নাই বৃষ্টি,
নাই খরতাপ।
নাই ঠা-া,
নাই চাপ।
আসন্ন শীতকাল,
দিয়ে যায় বার্তা।
আসছে অতিথি পাখি,
চায় হালকা উষ্ণতা।
গাছিরা এখন ব্যস্ত,
খেজুর গাছ নিয়ে।
কৃষক ব্যস্ত মৌসুমি ফলে,
সেবা দিয়ে।
বাংলার মাঠির মমতা রসে,
গেয়ে যায় স্বপ্নের গান।
সোনার ভুমিতে সোনালি ঋতু,
খোদার-ই সেরা দান।