স্টাফ রিপোর্টার:
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শিরণী বিতরণ তার গ্রামের বাড়ি সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজ নগরী। মিলাদ মাহফিলে এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মোঃ শাহাব উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ ফিরোজ, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আকিল আহমদ, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বারের সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনকার আহমদ, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, কার্ডিফ মসজিদের খতিব মাওলানা বদরুল হক, সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধূরীর মেয়ে শিরীন হাসান, ব্রাক ইউনিভার্সিটির পরিচালক ব্যারিষ্টার মনজুর হাসান, মৌলভীবাজার প্রেসক্লাস সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, জেলা শ্রমিকলীগ সভাপতি সৈয়দ মফচ্ছিল আলী, কৃষকলীগ সভাপতি জমশেদ আহমদ, যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধূরী, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম, ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম চৌধূরী, সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রায় ৪হাজার লোক উপস্থিত ছিলেন।
মিলাদের পূর্বে প্রবাসী কমিউনিটি নেতা মকিস মনসুর দেশে বিদেশের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন মহলের পক্ষ থেকে তার বাবার মৃত্যুতে যারা দোয়া ও শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছেন তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।