কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরের একটি গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এক নারী (২৭) ধর্ষণ ঘটনার ১৪ দিন পর সোমবার (১৯ নভেম্বর) ধর্ষণকারী নওয়াব আলী আদালতে হাজির হয়ে জামনি প্রার্থনা করেছিল। আদালতে জামিন আবেদনের শুনানি শেষে বিজ্ঞ বিচারিক হাকিম তার জামিন না মঞ্জুর করে মৌলভীবাজার কারাগারে প্রেরণের নির্দশ দেন।
জানা যায়, গত ৫ নভেম্বর সকালে আদমপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনাটি ঘটলে এ রাতেই নির্যাতিতার ভাই হাবিব বক্স বাদী হয়ে আসামী নওয়াব আলীর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন। মামলার বাদী হাবিব বক্স জানান, ঘটনার পর থেকে পুলিশ আসামীকে গ্রেফতার করতে না পারলেও সোমবার(১৯ নভেম্বর) সকালে মৌলভীবাজারের ৩নং আমলী আদালত কমলগঞ্জের বিজ্ঞ বিচারিক হাকিমের কাছে জামিন প্রার্থনা করে। জামিন আবেদনের উপর বাদি পক্ষের আইনজীবি অ্যাড. মাসুক মিয়া ও বিবাদী পক্ষের আইনজীবি অ্যাড. নবী ইসলামের শুনানি শেষে তার জামিন আবেদন না মঞ্জুর করেন। পরে তাকে মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়। বাদি পক্ষের আইনজীবি অ্যাড. মাসুক মিয়া ধর্ষণকারী নওয়াব আলীর জামিন নাম মঞ্জুরের পর তাকে কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেন। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস বলেন, শুনেছেন আসামী আদালতে আত্ম সমর্পণ করলে তার জামিন না মঞ্জুর হওয়ার পর কারাগারে প্রেরণ করা হয়েছে।
Post Views:
0