স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জোট থেকে খেলাফত মজলিশকে মনোনয়ন না দিলে বিকল্প সিদ্ধান্ত নেয়া হবে বলে দাবি করছেন দলের জেলা নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় সংগঠনের জেলা কার্যালয়ে নির্বাচন উপলক্ষে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার দ্বায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপি মতবিনিময় সভায় এসব কথা বলেন নেতৃবৃন্দ।
২২ মার্চ মৌলভীবাজার পৌর শহরের বেরিরপার বাসস্ট্যান্ড এলাকায় জনসমাবেশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ ইসহাক আহমদ বিলালকে দলীয় প্রার্থী ঘোষণা করেন এবং নেতাকর্মীদের মাঠে তার পক্ষে কাজ করার নির্দেশ দেন। এরপর থেকে জোটের মনোনয়ন প্রত্যাশি আহমদ বিলাল নির্বাচনী এলাকায় গনসংযোগ ও মতবিনিময় শুরু করেন এবং ভোটারদের দোয়া চেয়ে সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন পয়েন্ট, বাজার ও এলাকায় নিজের ছবি সংবলিত পোষ্টার, ব্যানার ও পেষ্টুনও লাগান।
জোট থেকে প্রার্থী দেয়া হলে বিজয়ী হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, “আমাদের মনোনীত প্রার্থী রাজনগর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান। একারনে রাজনগরসহ পুরো নির্বাচনী এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠান, দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তার ব্যাপক পরিচিতি রয়েছে। এসবকে কাজে লাগিয়ে এবং জোটের ভোটারদের সহযোগীতায় বিজয়ী হওয়া অনেকটা সহজ। এক্ষেত্রে অন্যান্য শরীক দলের একান্ত সহযোগীতা প্রয়োজন।
সংগঠনের জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুর রহমানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, জেলা শাখার সহ-সভাপতি হাফেজ জয়নাল আবেদীন, সহ-সভাপতি মুহিবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ ও কমলগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া প্রমুখ।
Post Views:
0