ষ্টাফ রিপোর্টারঃ
সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলার ১১১টি কেন্দ্রে আগামীকাল রোববার থেকে শুরু হবে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। ইতি মধ্যে প্রতিটি কেন্দ্রের প্রস্তুতি প্রায় সম্পন্ন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়েজীদ খাঁন জানান, প্রতিটি উপজেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে জেলায় মোট পরিক্ষার্থী ৪৭২৮২ জন। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ৪৩ হাজার ৯৬৪ জন। ছাত্র ২০ হাজার ৩৬৯জন এবং ছাত্রী ২৩ হাজার ৫৯৫ জন। এদিকে ইবতেদায়ীতে পরিক্ষার্থী ৩৩১৮ জন। এর মধ্যে ছাত্র ১৯৮৯জন এবং ছাত্রী ১৩২৯ জন।
মৌলভীবাজারে প্রাথমিক সমাপনীতে পরিক্ষার্থী ৪৭ হাজার ২’শ ৮২ জন
