স্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ও রাজনগর-৩ আসনে গণফোরামের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ৭১ এর মুক্তিযুদ্ধের কিশোর সংগঠক, ৭০-৮০ দশকের ছাত্রনেতা, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোক্তা, হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, দৈনিক বাংলার দিন, দৈনিক মৌলভীবাজার বার্তা ও ডেইলি দি সিলেট টুডে পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, মৌলভীবাজার জেলা গণফোরামের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি বকসি ইকবাল আহমেদ। ১৩ নভেম্বর গণফোরামের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনটি মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত। মৌলভীবাজার সদর উপজেলায় ১২টি ইউনিয়ন ও রাজনগর উপজেলায় ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৯০০ ভোট। তার মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫০০ ভোট।
মৌলভীবাজার-৩ আসনে গণফোরামের মনোনয়ন সংগ্রহ
