স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলা ইজতেমা বন্ধের দাবিতে মৌলভীবাজারের কওমী মাদরাসা ও উলামা মাশায়েখের ব্যানারে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করা হয়।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার চৌমূহনা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের সেন্ট্রাল রোড হয়ে শাহ মোস্তফা রোডে এসে অবস্থান করে রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধ চলাকালেই আছরের নামাজ এর সময় হলে তারা রাস্তায় নামাজে দাড়িয়ে যান। নামাজে ইমামতি করেন ভাদগাও মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুর রহমান।
রাস্তা অবরোধে এসময় উপস্থিত ছিলেন মাওলানা জামিল আহমদ আনসারী, মুফতি শামসোজ্জোহা, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল মুনিম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সাদ আমীন ও মাওলানা ইমদাদুর রহমান। এছাড়াও মিছিলে বিভিন্ন কওমী মাদরাসার ছাত্র ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।