জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য বুধবার পর্যন্ত মোট ১০ জন প্রার্থী দলিয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামীলীগ থেকে এককভাবে দলিয় মনোনয়নপত্র ক্রয় করেছেন বড়লেখা উপজেলা আ’লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।
বিএনপি থেকে দলিয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দারাদ আহমদ, কাতার বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফুল হক সাজু, জালালাবাদ এসোসিয়েশন কাতার শাখার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও কাতার বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লোকমান আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বড়লেখা পৌরসভার সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা।
এদিকে জাতীয় পার্টি (এরশাদ) থেকে দুইজন দলিয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরা হলেন কেন্দ্রীয় জাপা নেতা আহমেদ রিয়াজ ও বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আফজল হোসেন।
Post Views:
0