শেরপুর প্রতিনিধি:
‘’জীবন কে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন,, এই শ্লোগান কে সামনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা সদর উপজেলা গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঊুধবার (১৪ই নভেম্বর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মিয়া চৌধুরী সভাপতিত্বে ও মোঃ আবুল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুবোধ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য আমিরুল ইসলাম সাহেদ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন নবম শ্রেণী ছাত্র মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অভিবাবক মোঃ আঙ্গুর চৌধুরী, আব্দুল মজিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেনীর ছাত্র ইয়ারুপ মিয়া, গীতা পাঠ করে নবম শ্রেণীর ছাত্রী তন্নী দাস।
Post Views:
0