কুলাউড়া প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগ থেকে ১১ জন, বিএনপি তথা ঐক্যফন্ট থেকে ৫ জন, জাতীয় পার্টি থেকে ৪ জন এবং জাসদ ১ জনসহ মোট ২১ জন প্রার্থী মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। এরই মধ্যে অনেকেই মনোনয়ন ফরম পূরন করে জমাও দিয়েছেন। জেলার ৪টি আসনের মধ্যে কুলাউড়া থেকে সর্বাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে কুলাউড়া আসনে এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক প্রার্থীর মনোনয়ন ফরম ক্রয় এবং জমার দেয়ার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় চলছে। সমীকরণ জটিল হওয়ায় শেষতক চুড়ান্তভাবে কারা আসছেন, এ নিয়েও কর্মী-সর্মথকরা রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। বুধবার শেষদিনেও আরও ২-১জন এমপি প্রার্থী মনোনয়ন সংগ্রহ করবেন এমনটি আভাস পাওয়া গেছে বিভিন্ন সুত্র থেকে।
জানা যায়, এ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এম শাহীন, বর্তমান জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপি (একাংশের) সভাপতি আলহাজ¦ শওকতুল ইসলাম শকু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য কামরুজ্জামান জুবেদ। আওয়ামী লীগ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন, বর্তমান এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন, ২০০৮ সালের মহাজোট প্রার্থী অ্যাড. আতাউর রহমান শামীম, সিলেট বিএমএ সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, যুগ্ম সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েল ও একেএম সফি আহমদ সলমান, বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম ও লন্ডন আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক কামাল হাসান।
এদিকে জাতীয় পার্টি (এরশাদ) থেকে মনোনয়ন ফরম কিনেছেন সাবেক ৩ বারের এমপি নবাব আলী আব্বাস খান, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী মহিবুল কাদির চৌধুরী পিন্টু, কেন্দ্রীয় জাপার সদস্য অ্যাড. মাহবুবুল আলম শামীম ও যুক্তরাজ্য জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল হায়দার রাজু। এছাড়াও বাংলাদেশ জাসদ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম।