কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এক নারী (২৭) ধর্ষণের শিকার ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা হলেও ৯দিনেও আসামী গ্রেফতার হয়নি। প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে সু-শাসনের জন্য নাগরিক (সুজনের) নেতৃত্বে এলাকাবাসী মৌলভীবাজারের পুলিশ সুপার, জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
গত ৫ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১২টায় আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এ ঘটনাটি ঘটেছিল। ধর্ষিতা নারী এক অসহায় কৃষকের মেয়ে। ঘটনার পর সোমবার (৫ নভেম্বর) রাতেই নির্যাতিতার ভাই কমলগঞ্জ থানায় ধর্ষণকারী নওয়াব আলীকে (৫০) আসামী করে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন। মামলার ৯দিন পরও পুলিশ এখনও আসামীকে গ্রেফতার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন দেবনাথ বলেন, ঘটনার পর থেকে আসামী পলাতক বলে তাকে গ্রেফতার করা যায়নি। তিনি আরও বলেন, এখন বদলী হয়ে বড়লেখা থানায় চলে গেছেন। নতুন করে কর্মকর্তা এ মামলার দায়িত্ব পাবেন।