ষ্টাফ রিপোর্টারঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন থেকে এ পর্যন্ত আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতা।
মনোনয়ন সংগ্রহকারীরা হলেন, বর্তমান এমপি সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ভিপি আব্দুল আব্দুল মালেক তরফদার সুয়েব, এম এ রহিম (সি.আই.পি), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সাবেক আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল ও প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর ভাই সৈয়দ লিয়াকত আলী।
নেতরা মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজ ছবি ভাইরাল করছেন।
মৌলভীবাজার সদর উপজেলায় ১২টি ইউনিয়ন ও রাজনগর উপজেলায় ৮টি ইউনিয়ন গঠিত মৌলভীবাজার-৩ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৯০০ ভোট। তার মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫০০ ভোট।
Post Views:
0