বড়লেখা প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জাতীয় পার্টির (জাপা) সম্ভাব্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আফজাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি।
শনিবার (১০ নভেম্বর) দুপুরে বড়লেখা পৌরশহরের জলি ম্যানশনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিতে দলীয় নেতাকর্মীরা জাপার প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আফজাল হোসেনের নাম ঘোষণা করেন। সভায় বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বাবরুল হোসেন রিয়াজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাপার বড়লেখা উপজেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি শ্রী অনুকূল দেবনাথ, সহ-সভাপতি সৌরউদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শিপার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মুজিবুর রহমান, জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুরমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম.এ আজিজ, বড়লেখা পৌর শাখার আহ্বায়ক সুনাম উদ্দিন, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফরাস আহমদ রাজু, মৌলভীবাজার জেলা ছাত্রসমাজের সাবেক আহ্বায়ক রাজু আহমদ রাজা প্রমুখ। এসময় মুঠোফোনে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জাপার সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কামাল হোসেন।
মৌলভীবাজার-১ আসন জাপার প্রার্থী এডভোকেট আফজাল হোসেন
