জুড়ী প্রতিনিধি:
জুড়ীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা এর উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের জুড়ীতে ভবানীগঞ্জ বাজারস্থ ‘দেওয়ান ইরমান আলী মার্কেটের’ ২য় তলায় “ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট” জুড়ী শাখা’র উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেট জোন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন মোহাম্মদ সাঈদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি। বিশেষ অতিথি ছিলেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ এর অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদ,পশ্চিম জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান শ্রী কান্ত দাশ, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাসুম রেজা, পূর্বজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান সালেহ আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, জুড়ী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সভাপতি হাজী আয়াজ উদ্দিন আহমদ, সহ-সভাপতি আব্দুল হাই হেলাল, সাধারন সম্পাদক এম.এ.মহসিন মুহিন প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ফিতা কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট” জুড়ী শাখা’ এর উদ্বোধন করেন।