স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন (৭৬০৬১১৯৭৫০) পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। তিনি প্রায় দুই বছর যাবত পিবিআই মৌলভীবাজার জেলার দায়িত্বরত আছেন।
শাহাদাত হোসেন ২৫তম বিসিএস পাশ করে পুলিশে যোগ দেন। তিনি ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে মৌলভীবাজারে যোগদান করেন।
বুধবার এই কর্মকর্তাসহ ২৩৫ কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে ৫ জন নিয়মিত এবং ২৩০ জন সুপার নিউমারারি পদোন্নতি পেয়েছেন।
গত ৪ জুলাই পুলিশ সদর দফতর থেকে পুলিশের ৪৯৫ কর্মকর্তাকে সুপার নিউমারারি পদোন্নতি দেওয়ার প্রস্তাব করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছিল। পুলিশ সদর দফতরের অ্যাডিশনাল ডিআইজি (ওঅ্যান্ডএম) এস এম আখতারুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠি যাচাই-বাছাই শেষে ২৩০ জনের অনুমোদন দেওয়া হয়।