কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের ইলেকট্রনিক্স দোকান আজহার এন্টার প্রাইজে এক দু:সাহসিক চুরি সংঘঠিত হয়েছে। এ সময় দোকান হতে এলইডি টিভি, সাউন্ডবক্স, মোবাইলসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনাটি ঘটে বুধবার দিবাগত ভোর রাতে।
জানা যায়, কমলগঞ্জের পৌর এলাকার ভানুগাছ বাজারের ইলেকট্রনিক্স দোকান আজহার এন্টার প্রাইজের পিছনের দিকের টিনের চাল কেটে চোর ভিতরে প্রবেশ করে দোকানে রক্ষিত মুল্যবান ইলেকট্রনিক্স মাল ৭টি এলইডিটিভি, ২টি সাউন্ডবক্স ও ১৭টি মোবাইল চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের মুল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা বলে দোকানের মালিক আনহার উদ্দীন জানান। খবর পেয়ে সকালে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এদিকে চুরির ঘটনায় ভানুগাছ বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা মো: আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পুলিশ দোকানের ভিডিও ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
কমলগঞ্জে দু:সাহসিক চুরি
