স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার-৩ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে।
বুধবার (০৭ নভেম্বর) বিকেলে স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মৌলভীবাজার-৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের পিন্সিপাল মাওলানা লুৎফুর রহমানকে প্রার্থী ঘোষণা করেন দলটির নায়েবে আমীর হাফেজ জোবায়ের আহমদ আনসারী।
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাশেমীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান শামিম, আব্দুল হাই উত্তরসূরী ও অর্থ সম্পাদক হিফজুর রহমান হেলাল।