শেরপুর প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মাতা মায়া বেগম বুধবার ভোর ৫ঘটিকায় নিজ বাড়ী বাজরাকোনা ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বুধবার দুপুর ২.৩০মি নিজ বাড়ীতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম এম শাহিন, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, জেলা আওয়ামীলীগ সভাপতি নেসার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা বিএনপি সহ-সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, মৌলভী ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিদ, যুক্তরাজ্য আওয়ামীলীগে যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যন হাফিজ আলাউর রহমান টিপু, সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশারফ হোসেন বাদশা, সাবেক চেয়ারম্যান খালিদ আহমদ, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, গিয়াসনগর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, আব্দুল হক শেফুল ও নাজিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক রাজা।
এদিকে তার মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর, বিএনপি নির্বাহী সদস্য বেগম খালেদা রব্বানী।
মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যানের মায়ের জানাযা সম্পন্ন
