স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় বিএনপি, অঙ্গ সংগঠন ও অন্যান্য রাজনীতিক দলের নেতৃবৃন্দ।
বুধবার ভোরে সদর উপজেলার বাজরাকোনাস্থ তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। শোক বার্তায় কেন্দ্রীয় বিএনপির সাধারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও জেলা জামায়াত শোক বার্তা পাঠিয়েছেন।
জানাযায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক এমপি এম এম শাহীন, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুরর রহমান, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, বিএনপি নেতা মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকি, আব্দুল মুকিত ও এডভোকেট মুজিবুর রহমান মুজিব প্রমুখ।