কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার জনপ্রশাসন পদকপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হককে পদোন্নতিজনিত বদলী ও কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক পৌর মেয়র মো: জুয়েল আহমেদ সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে বিশ্বজিত রায়ের সভাপতিত্বে ও মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, শফিকুর রহমান, আব্দুল হান্নান চিনু, মুজিবুর রহমান রঞ্জু, প্রনীত রঞ্জন দেবনাথ, এম, এ, ওয়াহিদ রুলু, শাহীন আহমেদ, নুরুল মোহাইমীন মিল্টন, শাব্বির এলাহী, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, আসহাবুল ইসলাম শাওন, কবি আব্দুল হাই ইদ্রিছী, শাহ আলম চৌধুরী, মো: মোনায়েম খান, নির্মল এস পলাশ, মো: আব্দুল আহাদ প্রমুখ। অনুষ্ঠানে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদ-কে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।