ষ্টাফ রিপোর্টার
মৌলভীাবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী পদে (উপ-সচিব) সোমবার খোদেজা খাতুন আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। এসময় পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ও অন্যান্য সদস্যরা থাকে বরণ করেন। একই সময় সদ্য বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী বিধায়ক রায় চৌধুরী ও সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রুকন উদ্দিন, সহকারী প্রকৌশলী রামেশ চন্দ্র দেব, তারেক আহমদ চৌধুরী ও এনামুল হক প্রমুখ। এছাড়াও জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।