বড়লেখা প্রতিনিধি:
ভিক্ষুক পুণর্বাসনের মাধ্যমে মৌলভীবাজারের বড়লেখা উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন এ ঘোষণা দিয়েছেন। এসময় উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার তালিকাভুক্ত ১৭১ জন ভিক্ষুকসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাঁস-মোরগ, ছাগল ও ভেড়া পালন, ক্ষুদ্র ব্যবসা, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সরকারী কর্মসূচির আওতায় অর্ন্তভূক্তির মাধ্যমে এসব ভিক্ষুকদের পুনর্বাসন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম ও প্যানেল মেয়র তাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হুইপ মো. শাহাব উদ্দিন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।
একই অনুষ্ঠানে হুইপ মো. শাহাব উদ্দিন উপজেলার ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও কৃষকরের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।
Post Views:
0