কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় ৬৪ জন উপকারভোগীদের মধ্যে বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতা ও ৭২টি সোল্যার প্যানেল বিতরণ করা হয়েছে। ৪ঠা নভেম্বর রবিবার বিকাল ৪টায় পৌরসভা কার্যালয়ে এ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ পৌরসভার হল রুমে পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের পরিচালনায় সোল্যার ও বয়স্ক বিধবা ভাতা অনুষ্টানে বক্তব্য রাখেন বাদশা ফয়সল, ইমতিয়াজ আহমেদ বুলবুল, আফজল হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি ৩১জন বয়স্ক, ২৩ জন বিধবা ও ১০জন প্রতিবন্ধী উপকারভোগীকে ভাতা ও ৭২টি পরিবারের মধ্যে সোল্যার প্যানেল তুলে দেন।
কমলগঞ্জ পৌরসভায় বিধবা-বয়স্ক ভাতা বিতরণ
