স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এ্যাম্বুলেন্স গাড়ির উদ্বোধন করা হয়েছে।
শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত এ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বর্নালী দাশের সভাপতিত্বে ও টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ টিপু খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. মো. শাহাজাহান কবীর চৌধুরী, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আছকির খান, মহিলা ভাইস-চেয়ারম্যান ডলি বেগম, মৌলভীবাজার সদর হাসপাতালের পরিচালক ডা. পার্থ সারথী দত্ত, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান, উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান শাহ শহিদুজ্জামান ছালিক, পল্লী বিদ্যুৎ রাজনগর এলাকা পরিচালক শাহিদুজ্জামান আনসারী মনাই, যুবলীগের আহ্বায়ক আব্দুল কাদির ফৌজি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু প্রমূখ।
উল্লেখ্য,গত ২২ অক্টোবর রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বর্নালী দাশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ্যাম্বুলেন্স গাড়ির চাবি গ্রহণ করেন ।
Post Views:
0