শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপন করা হয়েছে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার (৩ নভেম্বর) দুপুরে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক। ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
এসময় শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাৎ, ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুল রশীদ, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামসহ পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে এক প্রীতিভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
উল্লেখ্য, ৩ নভেম্বর ২০১৩ সালে ৫৫ বিজিবি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ১২২ কিলোমিটার এলাকায় সীমান্ত রক্ষা, মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানকৃত মালামাল পাচার, অবৈধ অস্ত্রপাচার , নারী ও শিশু পাচার বন্ধে ৫৫ বিজিবি কাজ করে যাচ্ছে।
Post Views:
0