কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়ায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বুধবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় বর্তমান সময়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে চেয়ারম্যান কামরুল বলেন, আমি উত্তরাধিকারসুত্রে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। বিশেষকরে ১৯৬৪ সাল থেকে আমার পিতা আওয়ামীলীগের রাজনীতি করতে গিয়ে জেলজুলুম অত্যাচার সয্য করে উপজেলা চেয়ারম্যান,পরে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালনসহ মুক্তিযুদ্ধের সংগঠন হিসাবেও বিশেষ ভূমিকা পালন করেছেন। কামরুল বলেন,আমি একবার ভাইস চেয়ারম্যান,বর্তমান উপজেলা চেয়ারম্যান হিসাবে পিতার ন্যায় আমিও কুলাউড়াবাসীর সেবা করে যাচ্ছি। তিনি বলেন, রাজনীতি করি মানুষের জন্য। আমার কোন চাওয়া পাওয়া নেই। মানুষের ভালবাসাই আমার মূল পূজি। আমি, মাটি ও মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৯ বছরে বিভিন্ন পদক্ষেপের কারনে এ উপজেলা শিক্ষা ক্ষেত্রে মডেল উপজেলা হিসাবে দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। জননেত্রী শেখ হাসিনার কল্যানে কুলাউড়ার যে পরিমান উন্নয়ন করা সম্ভব হয়েছে অন্য কোন সরকারের আমলে তা করা সম্ভব হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ একজোট হয়ে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় নিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি।
কুলাউড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সাধারন মানুষের পাশে থেকে তাদের সব রকমের কাজে অংশ গ্রহন করেছি। আগামীতেও মানুষের পাশে থেকে কাজ করবো ইনশাল্লাহ ।
সংসদ নির্বাচনে মনোনয়ন বিষয়ে এক প্রশ্নের জবাবে আসম কামরুল ইসলাম বলেন, ২০১৪ সালে আমি আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলাম। এবারও আমি সম্ভ্যাব্য প্রার্থী। তবে তৃনমূলের মতামত নিয়ে জননেত্রী শেখ হাসিনা যার হাতেই নৌকা দিবেন,আমি তার পক্ষেই কাজ করব। এ এলাকার মানুষ মহাজোট থেকে আর লাঙ্গল প্রতীকের কোন প্রার্থীকে দেখতে চায় না। তার প্রমান হয়েছে গত দশম নির্বাচনে আওয়ামীলীগের সতন্ত্র প্রার্থী কে বিজয় করার মাধ্যমে।
আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মৌলভীবাজারের-২ আসনে নৌকায় ভোট দিতে সাংবাদিকদের মাধ্যমে জনগনের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
কুলাউড়ায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
