কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রনেতা আলহাজ¦ আজিজুর রহমান বলেছেন-‘দেশ ও মাতৃকার জন্য কাজ করে আমরা আমাদের জন্মকে স্বার্থক করে তুলতে পারি। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিক্ষা দিয়ে গেছেন মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়। দেশমাতৃকার জন্য কীভাবে নিজের অর্জন বিলিয়ে দিতে হয়। নতুন প্রজন্মের প্রতি আমার আহ্বান- দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। রবিবার (২৮ অক্টোবর) কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি মো. রেজাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক জাহেদ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লন্ডন মহানগর আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কামাল হাসান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরিন আক্তার, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালিক, হাজিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, মুক্তিযোদ্ধা আশুক মিয়া, ইকবাল আহমদ, সাবেক শিক্ষানুরাগী সদস্য মুহিবুর রহমান, অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্মা, ইউপি সদস্য কবির বকস, ইউপি সদস্য ফরিদ উদ্দিন, মনিরুজ্জামান হেলাল, ইউনিয়ন আ’লীগের নেতা জমশেদ আলী, মো. আলাউদ্দিন, মো. সাইফুল ইসলাম, ওয়ার্ড আ’লীগ নেতা আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুহিদ ও দিলোয়ার হোসেন, যুবলীগ নেতা রশিদ আহমদ শেফুল প্রমূখ।
অনুষ্ঠানে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে কলেজের সামনের একটি যাত্রী ছাউনী ও পাশ^বর্তী জেলা পরিষদের মালিকানাধীন একখন্ড জমি কলেজের ব্যবহারের জন্য বন্দোবস্ত করার আশ্বাস দেন প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীর অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।