স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার শহরের সৈয়দ মুজতবা আলী সড়কস্থ “আপন; সামাজিক ও পেশাজীবি মানবকল্যাণ সংস্থার উদ্যোগে চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে চিকিৎসা ও শিক্ষা প্রদান করা হয়। শহরের আমজাদ উল্লাহ ও আব্দুল আহাদকে চিকিৎসা সহায়তা এবং আয়শা ইয়াসমিন এশাকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। আপন সামাজিক ও পেশাজীবি মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও ইউনুছ সিদ্দিকীর যৌথ পরিচালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ফয়ছল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সমাজসেবক সৈয়দ ইয়াসির আরাফাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহজাহান ভুঁইয়া।
এছাড়াও বক্তব্য সংস্থার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কার্য্যনির্বাহী সদস্য আব্দুল মন্নান, মো. সাহাদাত হোসেন, মো.আতাউর রহমান, সৈয়দ মোস্তফা, মো. আবু তাহের, গোলাম রসুল সেলিম, উপদেষ্টা আনোয়ার হোসেন প্রমুখ।
মৌলভীবাজারে চিকিৎসা ও শিক্ষা সহায়তা দিল `আপন’
