স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী, প্রেসক্লাব সভাপতি ও হাসপাতালের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও হাসপাতালের নির্বাহি কমিটির সদস্য এস এম উমেদ আলী, প্রেসক্লাব সাধরাণ সম্পাদক সালেহ এলাহী কুটি।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসাপাতালের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মশালায় শিশু ও বয়স্কদের চোখের বিভিন্ন সমস্যা ও প্রতিকার এবং প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন হাসপাতালের সহকারি সার্জন ডাঃ মোঃ আব্দুল মান্নান মুনিম।
দৃষ্টিশক্তি পরিমাপ, দৃষ্টি ত্রুটিজনিত বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে কর্মশালায় আলোচনা রাখেন হাসপাতালের রিফ্রেকশনিষ্ট মো: আব্দুল মান্নান। কর্মশালা শেষে দুপুরে সনদপত্র বিতরণ করা হয়।