স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে মেডিকলে কলেজের দাবীতে চলমান গণস্বাক্ষর কর্মসূচি সম্পন্ন হয়েছে। এপর্যন্ত প্রায় লক্ষাধিক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার প্রেসক্লাবে মঙ্গলবার রাতে মৌলভীবাজার প্রেসক্লাবের চলমান কর্মসূচির সমাপ্ত করেন প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক আব্দুল হামিদ মাহবুব। এর আগে এই উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের সাথে মতবিনিময় করেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার এর নেতৃবৃন্দরা।
সভায় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব এর সভাপতিত্বে ও জুয়েল আহমদ এর সঞ্চালনায় গণসাক্ষর গণস্বাক্ষর কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের উপদেষ্টা ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছালেহ এলাহী কুটি, সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদসহ অন্যান্যরা। সংগটনের কার্যক্রমের মুল প্রবন্ধ উপস্থাপন করেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক আলিম উদ্দিন হালিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি র”হেল আহমদ চৌধুরী, মাহমুদুর রহমান, এম মুহিবুর রহমান মুহিব, এ কে এম আকলু, নিখিল তালুকদার, সেলিনা আলাউদ্দিন ও যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ শাহেদ আলী, শামিম আহমদ, ইহাম মোজাহিদ, শোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলী আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শামছু মিয়া, ফয়ছল মনসুর, কোষাধ্যক্ষ জুয়েল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক দুরুদ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জুহুরা বিউটি প্রমুখ।
সম্মিলিত সামাজিক উন্নয়ণ পরিষদ মৌলভীবাজার এর নেতৃবৃন্দরা লিখিত বক্তব্য জানান- প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি, চায়ের রাজধানী, আগর শিল্প ও মণিপুরী তাত শিল্প সমৃদ্ধ, পর্যটন নগরী ও বিপুল সংখ্যক প্রবাসী অধ্যুষিত ও সর্বাধিক রেমিটেন্স অর্জণকারী জেলা হওয়া সত্তেও আমরা মৌলভীবাজার জেলাবাসী বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ণে পিছিয়ে রয়েছে। মৌলভীবাজারবাসী ২৫ লক্ষ মানুষ আর আশার বাণী শুনতে চাইনা। আমরা মৌলভীবাজারবাসী সরকারী মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন চাই। এ দাবী বাস্তবাঢন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বর্তমানে চলমান গণস্বাক্ষর প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করব। তারপরও এ দাবী দ্রুত বাস্তবায়ন করা না হলে আমরা পরবর্তীতে নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারি।
মৌলভীবাজারে সরকারী মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবীতে চলমান এ শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের আন্তরিক সহযোগীতা কামনা করেন। প্রেসক্লাবের সদস্যবৃন্দের সাক্ষর নিয়ে চলমান গণস্বাক্ষরের সমাপ্তি ঘোষনা করা হয়।
মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি সমাপ্ত
