ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা ইজতেমার অনুমতি না দেয়ার দাবীতে জেলার আড়াইশ মাদরাসা ও ওলামা মাশায়েখদের পক্ষ থেকে বুধবার দুপুরে জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, ইতি মধ্যে টঙ্গি বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন করে স্থানীয় জেলা ইজতেমার অনুমতি দিলে সাধারণ মানুষের মধ্যে ফিতনা-ফসাদ ও ঝগড়া কলহের পাশাপাশি আইনশৃঙ্খলার চরম অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর মাদরাসার মুহতামিম ও জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দীন, জামেয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, রাধানগর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুগনি, দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজাহিদ আহমদ, বরচেগ মাদরাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান কামালি ও নুরুল কুরআন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ প্রমুখ।
Post Views:
0