বড়লেখা প্রতিনিধি:
“আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই শ্লোগানে বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সোমবার নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে।
সকাল ১১টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পৌর শহরের নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে কলেজ গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রভাষক মোশারফ হোসেন সবুজ, সাংবাদিক আব্দুর রব, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, মতিউর রহমান।
বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মানববন্ধন সমাবেশে ইউএনও ছাড়াও বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আলিম উদ্দিন, সহকারী অধ্যাপক আজাদ আহমদ চৌধুরী, প্রভাষক আব্দুল কাদির, তারেক আহমদ, সিনিয়র শিক্ষক ময়নুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমূখ।
পাখিয়ালা শিশু শিক্ষা একাডেমি আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান খলিলুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল হক, আরিফুল ইসলাম সাওন প্রমুখ।
অন্যদিকে গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান শিক্ষক আশরাফ হায়দার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল আজিজ সাবু, নাদেও আহমদ প্রমুখ।
এছাড়া একই সময় কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বড়লেখা বাজার এলাকায় শিশুশিক্ষা একাডেমি, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, দাসেরবাজার এলাকায় দাসেরবাজার উচ্চ বিদ্যালয় ও ছোটলেখা-মোহাম্মদনগর সড়কে মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মানববন্ধন করেছে।