স্টাফ রির্পোটার:
মিথ্যা বিজ্ঞাপন ও বেশি দামে মোবাইল ফোন বিক্রি বিক্রয় করার অভিযোগে ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারি পরিচালক মোঃ আল-আমিন এর কার্যালয়ে বসে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) পৌর শহরের চৌমূহনা পয়েন্টে অবস্থিত ী-টেলিকোম ও এস.আর. প্লাজা, কুসুমবাগ এ অবস্থিত দি গ্রীণ ভিউকে যথাক্রমে ৬ হাজার টাকা এবং ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযোগকারী তরফদার দ্বীপ ও কাওছার খান নামে দুই জন ভোক্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। এবং আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা আইন অনুযায়ী অভিযোগকারীদের প্রদান করা হয়।